সুদীপ পাল,বর্ধমানঃ
তৃতীয় শ্রেণীর কর্মীর দুর্ব্যবহারে রীতিমতো অসন্তুষ্ট হয়ে এবং অপমানিত হয়ে কলেজ ছেড়েছিলেন তিনি।লিখিতভাবে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন এবং তা গ্রহণ করা হয়েছিল কিন্তু এই ঘটনা ছাত্র মহলে জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।এরপর ছাত্রদের অনুরোধেই তিনি ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন।পূর্ব বর্ধমানের মেমারী কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী পড়ুয়াদের কাছ থেকে যে ভালোবাসা পেলেন তাতে তিনি আপ্লুত।জানা যায়,তৃতীয় শ্রেণীর কর্মী মুকেশ শর্মা সবার সামনে অত্যন্ত অপমানজনক কথা বলেছিলেন দেবাশীষ বাবুকে।
দেবাশীষবাবু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন।ইস্তফা পত্র জমা দেওয়ার পরে কলেজ ছুটি পড়ে যায়।এর মধ্যেই বিষয়টি জানাজানি হয় পড়ুয়াদের মধ্যে।পুজোর ছুটির পরে কলেজ খুললে কলেজের সামনে অধ্যক্ষকে কলেজ ছেড়ে যেতে না দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা ধর্ণায় বসে পড়ে।কলেজের অন্য কর্মীরাও এই আবেদন পত্র প্রত্যাহারের জন্য অনুরোধ জানান।অবশেষে বুধবার সরাসরি মহকুমা শাসকের কাছে এসে তিনি লিখিতভাবে ইস্তফাপত্র ফিরিয়ে নেন।এই ঘটনায় খুশির হাওয়া ছাত্র-ছাত্রী মহলে।পড়ুয়াদের বক্তব্য,” আমাদের অভিভাবক আমাদের কলেজেই থেকে গেলেন। তিনি অন্যত্র এই ঘটনার জন্য চলে যান আমরা তা চাইনি।তিনি আমাদের জীবনের যথাযথ পথনির্দেশ দেবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584