জি-৭ বৈঠকে আমন্ত্রণ, ট্রাম্পের ডাকে উচ্ছ্বসিত মোদী

0
59

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনা আবহের জেরে পিছিয়ে গিয়েছে জি-৭ জোটের বৈঠক। জুনের বদলে এবার সেপ্টেম্বরে এই বৈঠক করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার জি-৭ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি ফোন করে নমো-কে আমন্ত্রণ জানিয়েছেন।

Trump and Modi | newsfront.co
ফাইল চিত্র

আমেরিকায় পরবর্তী জি-৭ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করে উচ্ছ্বাস গোপন করেননি মোদীও। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তাঁর সৃজনশীল ও দূরদর্শিতা সম্পন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আমেরিকার এই পদক্ষেপ কোভিড পরবর্তী বিশ্বের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়েই চলেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, এ দিন ট্রাম্পের সঙ্গে তাঁর দীর্ঘ ফোনালাপে বিশ্বের কোভিড পরিস্থিতি এবং অতিমারি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here