নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
পয়লা জুন কেরলে ঢুকেছে বর্ষা। অর্থাৎ ভারতে ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। বৃষ্টিভেজা এমন সময়ে যদি খিচুরির কথা ওঠে তাহলে কিন্তু মন্দ হয় না। আর তাই তো মোদীর সঙ্গে প্রথমবার ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে মরিসন কথা দিলেন, তিনি গুজরাতি খিচুরি রান্না করবেন।
বৃহস্পতিবার খানাপিনা নিয়ে আড্ডায় মজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সিঙ্গারা-চাটনি, গুজরাতি খিচুরি থেকে মোদী হাগ এমন নানা বিষয় নিয়ে প্রথমবার ভার্চুয়াল বৈঠকে আড্ডায় মশগুল হলেন দুই রাষ্ট্রনেতা। এমনকি নিজে গুজরাতি খিচুরি রান্না করবেন বলেও জানালেন মরিসন।
At the virtual summit with PM @ScottMorrisonMP. https://t.co/6JIpZRae21
— Narendra Modi (@narendramodi) June 4, 2020
এদিন ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বললেন, “যদি ভারতে যেতে পারতাম, তাহলে কিছুতেই মোদী হাগ মিস করতাম না। পরের বার দেখা করার আগে রান্নাঘরে গুজরাতি খিচুড়ি বানাব।”
আরও পড়ুনঃ পাকিস্তান অধিকৃত অঞ্চলে বৌদ্ধ স্থাপত্য ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের
Delighted to meet again in the spirit of dosti (friendship) with my good friend PM @narendramodi and to take our Australia-India partnership to a new level. Mutual trust, shared values and common interests provides a strong foundation to working together even more closely. https://t.co/fvrNTtEgHZ
— Scott Morrison (@ScottMorrisonMP) June 4, 2020
মরিসন-এর এই কথা শুনে হেসে ফেললেন মোদী। স্কট মরিসনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতে খিচুড়ি সকলেরই খুব পছন্দের পদ। দেশের বিভিন্ন প্রান্তে এর বিভিন্ন নাম রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গুজরাতি খিচুড়ি সম্পর্কে জানেন। এটা জানতে পারলে গুজরাতবাসী খুবই খুশী হবেন”। খানাপিনার পাশাপাশি এই বৈঠকে ২০১৪ সালের নির্বাচনী প্রচারে মোদী যেভাবে হলোগ্রাম ব্যবহার করেছিলেন, সে বিষয়ে চর্চা করেন মরিসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584