নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ঘাঁটি গেড়েছে এই ভাইরাস। যতদিন যাচ্ছে ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছিল। এর জেরে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। তাই আনলক পর্ব শুরু করে কেন্দ্র। ফলে ধাপে ধাপে খুলতে থাকে বন্ধ হয়ে থাকা অনেক কিছুই।
কিন্তু এই আনলক পর্বেও কিছু কিছু রাজ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় এক দিন দু’দিন করে রাজ্যজুড়ে লকডাউন জারি করছিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গেও এমনটা হয়েছে।
আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু নিট পরীক্ষার্থীর
কিন্তু এক-দু’ দিনের লকডাউনে করোনা মোকাবিলা কি আদৌ সম্ভব? যদি এর ফলে স্থানীয় অর্থনীতি, জীবিকা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই লকডাউন কতটা জরুরী? এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত।
আরও পড়ুনঃ মমতার জনপ্রিয়তাকে টক্কর দিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সাহায্য প্রার্থনা
বুধবার সর্বাধিক সংক্রামিত সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি করোনা সংক্রান্ত প্রকল্পে রাজ্যগুলিকে বিপর্যয় মোকাবিলা তহবিলের ৫০ শতাংশ ব্যয় করার অনুমতিও দিয়েছেন তিনি। বর্তমানে এই সীমা ছিল ৩৫ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584