ক্যাপিটল হিল হামলায় নিন্দায় সরব বিশ্ব, ব্যথিত মোদী

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজধানী ওয়াশিংটন। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে আইনি ভাবে প্রেসিডেন্ট স্বীকৃতি দেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে পুলিশি খণ্ডযুদ্ধে উত্তপ্ত হল গোটা ক্যাপিটল হিল। যা দেখে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Narendra Modi | newsfront.co
ফাইল চিত্র

বৃহস্পতিবার এই ঘটনার উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, “ওয়াশিংটনে দাঙ্গা এবং হিংসার খবরটি দেখে ব্যথিত। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চালু রাখতে হবে। বেআইনী প্রতিবাদের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে বিকল হতে দেওয়া যায় না কখনই।“

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, আমেরিকার এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সারা বিশ্বের রাষ্ট্রনেতা থেকে শুরু করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরাও। প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এই ঘটনাকে ‘হৃদয়বিদারক এবং ঘৃণ্য’ বলে মন্তব্য করেছেন। সরব হয়েছেন বারাক ওবামাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে বলেছেন, ‘আমেরিকা কংগ্রেসের ইতিহাসে এটা একটা লজ্জাজনক ঘটনা।’

আরও পড়ুনঃ কলঙ্কিত গণতন্ত্র! মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা ঘিরে অগ্নিগর্ভ ওয়াশিংটন ডিসি

গোটা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের শীর্ষস্থানীয় নেতৃত্বরাও। একটি বিবৃতি প্রকাশ করে তারাও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here