নিরাপত্তা পরিষদের বৈঠকে ৯ আগস্ট সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

0
54

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আগামী ৯ আগস্ট সমুদ্র-সুরক্ষা ও এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকটি হবে ভার্চুয়াল মাধ্যমে। বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

PM Narendra Modi
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের সভাপতিত্বে তিনটি বিষয় বেছে নেওয়া হয়েছে। যার একটি হলো সমুদ্র-সুরক্ষা বাড়ানো। আর বাকি দুটি বিষয় হল, শান্তিরক্ষার অভিযান এবং সন্ত্রাস মোকাবিলা। তবে এই বিষয় দুটি নিয়ে বিদেশমন্ত্রী স্তরে মুখোমুখি আলোচনা হবে, ভার্চুয়াল মাধ্যমে নয়। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা কর্মসূচিতে ভারতের বিশেষ ভূমিকা এবং সীমান্তপারের সন্ত্রাস— এই তিন পরিপ্রেক্ষিতেই ভারতের পক্ষে এই বিষয়গুলি বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ সোনালী স্বপ্ন অধরা থাকলেও কুস্তিতে রুপো এনে দেশকে গর্বিত করলেন রবি দাহিয়া, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

গত মে মাসে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বহুপাক্ষিকতা নিয়ে আলোচনা হয়েছিল নিরাপত্তা পরিষদের বৈঠকে। সেই বৈঠকের সভাপতিত্ব করেছিল চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বেজিংয়ের ভূমিকার প্রতিবাদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই বৈঠক করেছিলেন। অগস্টের তিনটি বিষয়ের মধ্যে শান্তিরক্ষা বাদে বাকি দুই বিষয়ের সঙ্গেও চিনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে।

আরও পড়ুনঃ এসেনশিয়াল ডিফেন্স সার্ভিসে যুক্ত সংস্থাগুলি ধর্মঘট করলে রোধ করতে পারবে সরকার, বিল পাশ রাজ্যসভাতেও

এগুলি নিয়ে আলোচনার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের ভূমিকার দিকে বিশেষ নজর রাখছে ভারত। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here