নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ, বৃহস্পতিবার গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ’র জন্মদিনের শুভেচ্ছাবার্তায় দেশের প্রতি তাঁর কাজ, নিষ্ঠা ও অবদানের কথা বললেন নরেন্দ্র মোদী।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে প্রধানমন্ত্রী জানান, ভারতের অগ্রগতিতে অমিত শাহ যে অবদান রেখেছেন তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। পাশাপাশি মোদী এও বলেন যে, বিজেপিকে আরও শক্তিশালী করে তুলতে অমিত শাহের যে প্রচেষ্টা তা প্রশংসার দাবিদার।
Birthday wishes to Shri @AmitShah Ji. Our nation is witnessing the dedication and excellence with which he is contributing towards India’s progress. His efforts to make BJP stronger are also noteworthy. May God bless him with a long and healthy life in service of India.
— Narendra Modi (@narendramodi) October 22, 2020
এদিন মোদী টুইট করে বলেন, “শ্রী অমিত শাহ জি-কে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের জন্য তাঁর কাজ অত্যন্ত প্রশংসনীয়। এছাড়াও ভারতের অগ্রগতিতে তিনি যে অবদান রেখে চলেছেন তা প্রত্যক্ষ করছে দেশবাসী। বিজেপিকে আরও শক্তিশালী করার জন্য তাঁর প্রচেষ্টাও লক্ষণীয়। ঈশ্বর তাঁকে ভারতের সেবার জন্য দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন দান করুন। ”
আরও পড়ুনঃ ফেরেনি বাজারের চাহিদা, অর্থনীতি এখনও অন্ধকারেই
বৃহস্পতিবারই ৫৬ বছরে পা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাড়ে পাঁচ বছরের ও বেশি সময় ধরে বিজেপির সভাপতি পদের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৪ সালের পর ২০১৯ সালেও সবচেয়ে বড় জয় আসে দ্বিতীয়বারের জন্য দেশের মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মোদী তাঁর মন্ত্রিসভায় অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584