সুদীপ পাল,বর্ধমানঃ
অলচিকি লিপিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল বিশ্বনাথ মাড্ডি।দুর্গাপুরের কাঁকসার একলব্য মডেল আবাসিক স্কুলের ছাত্র সে। সাঁওতালি ছিল তার প্রথম ভাষা। আর্থিক অসচ্ছলতা,পরিবেশের পিছিয়ে পড়া এসব কোন অজুহাত নয় বরং সেখানে থেকে বেরিয়ে এসে এক নতুন দিশা দেখাচ্ছে বিশ্বনাথ। নিজের জীবনে যে কৃতিত্ব অর্জন করেছে তাতে সে স্বপ্ন দেখে বহুদূর। একলব্য মডেল আবাসিক স্কুলে বিশ্বনাথ ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ নিচ্ছে।
পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৫৭ (৯১.৪%)। কাঁকসার মলানদিঘিতে বাড়ি বিশ্বনাথের।স্বাভাবিকভাবেই এলাকায় উচ্ছ্বাস রয়েছে।বাবা বাবুরাম মাড্ডি চাষের কাজ করেন।স্কুলের টিচার-ইনচার্জ গৌরব মিশ্র, বিশ্বনাথকে অভিনন্দন জানিয়ে বলেন, গত বছর সীমা সোরেন উচ্চ মাধ্যমিকে ৪০৭ নম্বর পেয়ে রাজ্যে অলচিকি লিপিতে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছিল।
আরও পড়ুনঃ নবম স্থানাধিকারী রায়গঞ্জের হৈমন্তিকার স্বপ্ন অধ্যাপক হওয়া
সুতরাং বিদ্যালয়ের পড়াশোনার মান খুব ভালোর দিকে। আদিবাসী পড়ুয়া বিশ্বনাথ আইনের পাঠ নিয়ে একজন নামজাদা আইনজীবি হতে চায়।কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বিশ্বনাথকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথের হাতে ফুলের তোড়া তুলে দেন।আগামী জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন বিডিও থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং প্রতিবেশীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584