নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভ্যাকসিন দেশে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে দেশে। গণ টিকাকরণের জন্য যাবতীয় পর্যবেক্ষণের কাজও শুরু করা হয়েছে। দেশের সব রাজ্যে ভ্যাকসিনের ড্রাই রান। শুরু হতে চলেছে ২ জানুয়ারি থেকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন করোনা ভ্যাকসিন নেওয়ার পরও ২০২০ সালের শিক্ষা নিয়েই আগামী বছরেও চলতে হবে।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “আমি আগেও বলেছি এখনও বারবার বলছি যতক্ষণ না ওষুধ আসছে ততক্ষণ নিয়মে ফাঁকি দেওয়া যাবে না। ভ্যাকসিন আসা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেই সময় অবধি সকলকে সজাগ থাকতে হবে।
তবে ভ্যাকসিন আসা মানেই নিয়ম সরিয়ে ফেলা নয়। অনেকেই মনে করছেন যে টিকা নিলে আর কোনও নিয়ম মানার দরকার নেই। কিন্তু টিকাকরণের পরও বিধি মানতে হবে, সচেতন থাকতে হবে। সারা বিশ্বের বিজ্ঞানীরাও এটাই বলছেন। ২০২১ সালের মন্ত্র হোক এটাই।”
আরও পড়ুনঃ স্লোগান, দাবি আদায়ের শপথেই বর্ষবরণ আন্দোলনরত কৃষকদের
কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে সাবজেক্ট বিশেষজ্ঞ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে মোদীর এই মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়ার লক্ষ্যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের ডেটা বিশ্লেষণ করার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুনঃ সংবাদমাধ্যমের স্বাধীনতা আরও নিম্নগামী ভারতে
ভারত বায়োটেক ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় কোভাক্সিন তৈরি করছে। অন্যদিকে, কোভিড -১৯ ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি ও বিতরণ করার জন্য সেরাম সংস্থার সাথে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার চুক্তি হয়েছে।
এছাড়া ভ্যাকসিন নিয়ে গুজবে কান দিতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন করোনাভাইরাসের পাশাপাশি টিকা সংক্রান্ত গুজবের বিরুদ্ধেও লড়াই করতে হবে দেশবাসীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584