নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রবিবার সকালে দিল্লির গুরুদ্বারে হাজির হয়ে শহিদ দিবসে ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত পূণ্যার্থীদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর গুরুদ্বারে যাওয়া নিয়ে কোনও বিশেষ নিরাপত্তা দেখা যায়নি এদিন, সাধারণ মানুষের যাওয়া আসাও নিয়ন্ত্রণ করা হয়নি।
রবিবার সকালে প্রধানমন্ত্রী টুইট করেন, ” তেগ বাহাদুরজির জীবন সাহস ও দয়ার প্রতিলিপি। শহীদ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অখণ্ড সমাজের জন্য তাঁর আর্দশ মেনে চলা উচিত।”
Some more glimpses from Gurudwara Rakab Ganj Sahib. pic.twitter.com/ihCbx57RXD
— Narendra Modi (@narendramodi) December 20, 2020
এদিকে কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানীর সীমানা। প্রধানত পাঞ্জাব, হরিয়ানার কৃষকরাই এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আন্দোলনের মাঝে দিল্লি সীমানায় কৃষকরাও শহীদ দিবস পালন করছেন। দিল্লি সীমানায় চলতে থাকা কৃষক বিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রীর এই গুরুদ্বার সফর, বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ প্রতি মাসে দেশের সব হাসপাতালে হবে ফায়ার সেফটি অডিট, নির্দেশ সুপ্রিম কোর্টের
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা আন্দোলনে ইতিমধ্যেই ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে এমনটাই দাবি বিক্ষোভকারীদের। তাঁদের আত্মবলিদানকে স্মরণ করেই শহীদ দিবস পালন করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584