‘সমস্ত মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছাতে আমরা প্রস্তুত’, মোদীর সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

0
45

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আগে থেকেই নির্ধারিত ছিল প্রধানমন্ত্রী মোদী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সিং বৈঠক। মঙ্গলবার দুপুরে সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের সমস্ত মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছতে তারা প্রস্তুত। তার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

cm and pm | newsfront.co
গ্রাফিক্স চিত্র

একইসঙ্গে, রাজ্যের বকেয়া টাকা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মমতা।পশ্চিমবঙ্গ করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে চার নম্বরে রয়েছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে যে কোনো রাজনৈতিক সমস্যা হবে না, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বাঁকুড়া থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন, এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”রাজ্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ ইডি-র নথি জাল করে ‘তোলাবাজি’, গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা প্রস্তুত রয়েছেন। কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত পাওয়া গেলেই প্রত্যেক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হবে।”কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে রাজ্য কাজ করার জন্য প্রস্তুত বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ভ্যাকসিন ছাড়া বাদবাকি সমস্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, রাজ্যের একাধিক ক্ষেত্রে বকেয়া টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে। আরও একবার সেই টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ রোজভ্যালির ৬ কোটি টাকা মূল্যের গাড়ি বিক্রির অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ ইডি

মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, ”জিএসটি বাবদ যে টাকা বকেয়া রয়েছে সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক রাজ্য সরকারকে। সবজি এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার।একইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ”দুর্গাপূজা, কালীপূজা এবং ছট পুজোতে দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন চলাচল করার কারণে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে এই রাজ্যে।

তবে রাজ্য সরকারের এবং বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের অসাধারণ কর্ম দক্ষতার কারণে সংক্রমণকে এক জায়গায় আটকে রাখা সম্ভব হয়েছে। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এবং আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here