শিবশঙ্কর চট্টোপাধ্যায়, দক্ষিন দিনাজপুরঃ
পুজো শেষ।দশমীর পুজো শেষে সিঁদুর খেলায় মাতলেন দক্ষিন দিনাজপুর জেলার বাসিন্দারা।চারদিন ধরে সকলেরই আড্ডা,খাওয়া সবই ছিল মণ্ডপে।হই হুল্লোড়ে মেতে ছিলেন সকলেই।দশমীর বিদায় ঘণ্টা বাজতেই মন যেন ভারাক্রান্ত সবার।
বিষাদের মাঝে তবু আনন্দ।তাই বিদায় বেলায় মা কে বিদায় জানাতে জেলার প্রতিটি ঘরের মহিলারা।মায়ের পায়ে গৃহবধূরা নতুন সাজে সেজে বরন ডালা নিয়ে হাজির হন পুজো পন্ডপ গুলিতে।পুজোর পুরহিত শাস্ত্র মতে দেবী মাকে বিসর্জন দেওয়ার পরই শুরু হয় প্রতিটি মন্ডপ গুলিতে মায়ের পায়ে তাদের সংসার সুখ শান্তিতে ভরে ওঠার কামনা,এর পর চলে নিজেদের মধ্যে সিঁদুর খেলার পর্ব।
সকলের মায়ের কাছে একটি কামনা তাদের প্রত্যেকের সংসার যেন সুখ শান্তিতেই থাকে। সর্বদা মা যেন অশুভ শক্তি থেকে তাদের বাঁচিয়ে রাখেন।জেলা বাসীর মায়ের কাছে একটিই কামনা তিনি যেন তার পরিবার নিয়ে মর্তে আবার আসেন। এই কামনা করে সিঁদুর খেলার মধ্য দিয়ে হাসি মুখে মাকে বিদায় জানাতে আসেন জেলার প্রতিটি ঘরের সকল বয়সি মহিলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584