নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত পৃথিবী। অন্যান্য দেশগুলির মতো ভারতেও বেশ কয়েকমাস আগেই থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হংখ্যাও। তবে সুস্থ হওয়ার সংখ্যাটাও কম নয়। এহেন পরিস্থিতিতে আরও এক নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত দশ মাসে টুইটারে এক কোটি ফলোয়ার বাড়ল তাঁর। ফলে ৫ কোটি থেকে টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ কোটি। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। প্রসঙ্গত, টুইটারে ফলোয়ারের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবারও সেই ক্রমের কোনও পরিবর্তন হল না।
আরও পড়ুনঃ বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে রেলমন্ত্রক
প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পাঁচ বছর আগে থেকে অর্থাৎ ২০০৯ সাল থেকে এই মাইক্রো ব্লগিং সাইটে রয়েছেন মোদী। ২০১০ সালে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১ লক্ষ। কিন্তু ২০১১ সালের নভেম্বর মাসে সংখ্যাটা পৌঁছে যায় ৪ লক্ষে। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই সংখ্যাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। রবিবার সংখ্যা ৬০ মিলিয়ন ছাড়িয়ে গেল।
আরও পড়ুনঃ দেশে এক দিনে ৪০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত
আমজনতার সঙ্গে যোগাযোগের জন্যও তিনি সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন। যে কোনও বিষয়, সে সরকারি নয়া নীতি হোক কিংবা দলীয় কর্মসূচি, কাউকে অভিনন্দন জানাতে কিংবা শোকপ্রকাশ করতে সোশ্যাল মিডিয়া বা মাইক্রোব্লগিং সাইটকেই বেছে নেন মোদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584