শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ মে:
বৃহস্পতিবারই আমফান বিধস্ত বঙ্গ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে আসতে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামীকালই আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টার সফরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা দুই রাজ্যেই পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী।
এটাও জানা গিয়েছে, তার সফরসঙ্গিনী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র-রাজ্য যুযুধান রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে রেখে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যৌথ সফরকে সাধুবাদ জানাচ্ছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:ঘূর্ণিঝড় আমফানে রাজ্যে প্রাণহানি ৭২ জনের, পরিবারপিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, সফর শেষে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দুপুরেই টুইট করে সবদিক থেকে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার জানা গেল, কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সরাসরি বসিরহাটে যাবেন তিনি। সেই অনুযায়ী কেন্দ্র থেকে ত্রাণ পাঠানো হতে পারে। একই ভাবে ওড়িশাতেও দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584