বিতর্ক পিছনে ফেলে সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে ভূমিপুজন

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে ৯৭১ কোটি টাকা খরচের সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মোদী সরকার ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করতেই তা নিয়ে শুরু হয় বিতর্ক।

puja | newsfront.co

বিরোধীরা প্রশ্ন তোলে, সদ্য করোনার ধাক্কায় দুর্বল হয়ে পরা অর্থনীতির উপর নতুন করে চাপ কেন? এখন সংসদ ভবনের পরিবর্তনের দরকারটাই বা কী? এরপর সমস্যা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ঘোষণা করে, কেন্দ্র চাইলে ভুমিপুজো করতেই পারে।

কিন্তু এখনই নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শুরু করা যাবে না। সেসব নিয়েও টুকটাক বিতর্ক হয়। তবে এই সমস্ত বিতর্ককে সরিয়ে দিয়ে আজ, বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিমানযাত্রা সংক্রান্ত খরচের তথ্য দিতে আপত্তি জানিয়ে আদালতে ভারতীয় বায়ুসেনা

প্রথা মেনে এদিন দুপুর ১২টা ৫৫ মিনিটে শুরু হয় নতুন সংসদের ভূমিপুজনের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং শাসকদলের একাধিক নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। নিজের হাতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। ভূমিপুজোর শেষে সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ নাড্ডার নিরাপত্তা নিয়ে শাহকে নালিশ দিলীপের

২০২২ সালের মধ্যে নতুন সংসদ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্র নিয়েছে মোদী সরকার। যদিও সেটা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

কারণ সুপ্রিম কোর্ট আপাতত নির্মাণে স্থগিতাদেশ দিয়েছে। তবে, নতুন ভবনের তৈরি হলে লোকসভায় বসতে পারবেন একসঙ্গে ৮৮৮ জন সদস্য। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন সদস্য। আগামীদিনে সংসদের দুই কক্ষে সদস্য সংখ্যা বাড়ানোর জন্যই এমন বন্দোবস্ত বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here