নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রতি মাসেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের অনুষ্ঠানে চিনকে বার্তা দিলেন তিনি।
একই সঙ্গে বুঝিয়ে দিলেন ভারতের বিদেশ নীতি। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের হামলার পরে এদিন প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, “লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমন শত্রুদের জবাব দিতেও জানে।
আরও পড়ুনঃ খাব কী? ফের পরিযায়ী হচ্ছেন উত্তরপ্রদেশের শ্রমিকরা
আমাদের সাহসী জওয়ানরা নিশ্চিত করেছে, মাতৃভূমিকে আক্রমণে কাউকে রেয়াত করবে না।” প্রধানমন্ত্রী বলেন, এই বছরের শুরু থেকেই একের পর এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রথমত করোনার সঙ্গে এতদিন লড়াই করতে হবে, এত বড় সমস্যা হবে তা ছ’মাস আগেও পর্যন্ত জানাই ছিল না। সেই লড়াইয়ের মধ্যে পূর্ব ভারতে আমফান ঘূর্ণিঝড়, পশ্চিম ভারতে নিসর্গ ঘূর্ণিঝড় এসেছে।
এরই মধ্যে আবার পঙ্গপাল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন। যে হারে দেশের মানুষ চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে, তার প্রভাব সে দেশের অর্থনীতিতেও পড়বে। এমন বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সাহসী জওয়ানদের কাছে আমরা মাথা নত করি। এঁরাই দেশকে নিরাপদ রেখেছেন। ওঁদের আত্মত্যাগ সবসময় স্মরণ করবে দেশ।”
এদিন মোদী আরও বলেন, গোটা বিশ্বে শান্তি স্থাপনের জন্যই ভারতকে মজবুত হতে হবে। আত্মনির্ভর ও শক্তিশালী হতে হবে।
স্বাধীনতার পরে আমরা এই ক্ষেত্রে বিশ্বের অন্য দেশের তুলনায় পিছিয়ে গেছি। আমাদের অনেক অস্ত্র কারখানা ছিল। এখন আবার দেশকে আত্মনির্ভর হতে হবে। লোকালের জন্য ভোকাল হতে হবে। আর এর জন্য এগিয়ে আসতে হবে গোটা দেশকে। সব নাগরিককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584