নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির এইমস হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন। গত ১ মার্চ তাঁকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়। উল্লেখ্য, ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানের পক্ষ নিয়ে ভারতীয় টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর টিকা নেওয়ার ছবি পোস্ট করে দেশের মানুষকে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য টিকা নেওয়াতে উৎসাহিতও করেছেন।
আরও পড়ুনঃ অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা ৩০ ব্যক্তির, মৃত্যু ৭জনের
যে দুজন স্বাস্থ্য কর্মী প্রধানমন্ত্রীকে টিকা দেন তাঁরা হলেন হাসপাতালের দুই নার্স পি নিভেদা ও নিশা শর্মা। নিভেদা আদতে পুদুচেরির বাসিন্দা, তিনি জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর সাথে এক মুহূর্ত কথা বলতে পেরে তিনি আপ্লুত। এছাড়া নিশা শর্মা, তিনি পাঞ্জাবের মেয়ে, জানালেন এটি তাঁর জীবনের এক স্মরণীয় মুহূর্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584