নভেম্বরেই কেদারনাথ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
59

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আগামী মাসের গোড়ার দিকেই কেদারনাথ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ নভেম্বর কেদারনাথ পৌঁছবেন তিনি। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, আগামী মাসে কেদারনাথ সফরে গিয়ে কেদারপুরী মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন কেদারপুরী মন্দির উদ্বোধন করার সঙ্গে সঙ্গে নতুনভাবে নির্মিত আদি গুরু শঙ্করাচার্যের সমাধিতেও শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, একইদিনে কেদারপুরী মন্দির পুনর্নির্মাণের কাজে শিলান্যাস করার কথাও রয়েছে তাঁর। এই মন্দির পুনর্নির্মাণের জন্য খরচ হবে প্রায় ১৫০ কোটি টাকা।

শনিবার কেদারপুরী মন্দির উদ্বোধনের পাশাপাশি পুজো দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্র মারফৎ জানা গিয়েছে, এতদিন কেদারপুরী মন্দির নির্মাণের কাজের বিষয়ে প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় পথচারীদের পিষল বেপরোয়া গতিতে আসা গাড়ি

এবার কেদারনাথ সফরে গিয়ে কেদারপুরী মন্দিরের কাজ সচক্ষে খতিয়ে দেখার আগ্রহ রয়েছে তাঁর। আর কয়েকদিনের মধ্যেই শীতের মরসুম চলে আসবে। সেই কারণে আগামী ৬ নভেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ থাকবে কেদারনাথের দরজা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here