শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
জি-২০ বৈঠকে যোগ দিতে আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর রোম, ইতালি, গ্লাসগো ও যুক্তরাজ্য সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিবার এমনটাই জানালো কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। শুধুই জি-২০ বৈঠক নয় এই সফরে বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে অষ্টম জি-২০ বৈঠকে যোগ দেবেন মোদী। উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার জি-২০ বৈঠক অনুষ্ঠিত হবে ভারতে।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এদিন জানিয়েছে যে, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে ৩০ ও ৩১ অক্টোবর রোমে ষষ্ঠদশ জি-২০ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০-র সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা, ইওরোপিয় ইউনিয়নের সদস্য দেশগুলি এবং অন্যান্য আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও যোগ দেবেন এই বৈঠকে।
আরও পড়ুনঃ একদিনে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল, উৎসবে রাশ টানতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের
রোমে আয়োজিত ষষ্ঠদশ জি-২০ বৈঠকের থিম হলো, ‘ পিপল, প্ল্যানেট, প্রসাপারিটি’। সম্প্রতি বিশ্বজুড়ে চলতে থাকা অতিমারি পরিস্থিতিতে সারা বিশ্বের স্বাস্থ্য ক্ষেত্র আরও সুসংহত পরিচালনা, অর্থনীতি পুনরুদ্ধার এবং স্থিতিশীল করা, পরিবেশ পরিবর্তনের সঙ্গে শক্তি স্থানান্তর, স্থায়ী উন্নয়ন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এই বিষয়গুলিই এবারের মূল আলোচ্য বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584