রিচা দত্ত,মুর্শিদাবাদঃ




মুর্শিদাবাদ জেলা পরিবহন দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা ও গতিধারা প্রকল্পের সার্টিফিকেট প্রদান করা হল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক ডক্টর পি উল্গানাথন,অতিরিক্ত জেলা শাসক সাধারণ দেবতোষ ঘোষ,সদর মহকুমার শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়, জেলা পরিবহন দফতরের সদস্য ইমানি বিশ্বাস ও জেলা আরটিও অনন্ত সাহা। এই মঞ্চ থেকে জেলাতে প্রায় ১০০জন ব্যক্তিকে গতিধারা প্রকল্পের আওতায় গাড়ি দেওয়া হল।আজকের অনুষ্ঠানে কুড়ি জনের হাতে চাবি তুলে দেন জেলাশাসক।দুশো জনকে হেলমেট দেওয়া হয়।মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে সেফ ড্রাইভ সেভ লাইফ এওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে পথ চলতে ও ড্রাইভিং আরোহী অনেক সচেতনতা হয়েছে।গত বছর এজেলা পথ দুর্ঘটনায় আহত প্রায় ৭০০ জন এবার সেটা কমে ৪০০ জন।অপরদিকে গতবারের তুলনায় এবছর দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০ থেকে কমে ১০০ হয়েছে এই মুর্শিদাবাদ জেলাতে বলে জানান জেলা শাসক।




আরও পড়ুন: বাড়ি ঢুকে মহিলাদের পেটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে,প্রতিবাদে অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584