শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এবার করোনা টেস্ট বাড়াতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ল্যাব তৈরি করল চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। সারা দেশে ইতিমধ্যেই তিনটি ল্যাব তারা বানিয়ে ফেলেছে। এই তিনটি ল্যাবের মধ্যে একটি ল্যাব থাকছে কলকাতায়। বাকি দুটি তৈরি হয়েছে মহারাষ্ট্রের মুম্বই ও উত্তরপ্রদেশের নয়ডায়। এই তিনটি ল্যাবের প্রত্যেকটিরই এক একদিনে ১০,০০০ করে করোনা নমুনা পরীক্ষার ক্ষমতা রয়েছে।
সূত্রের খবর, আগামী সোমবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন রাজ্যে সেই তিনটি ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে অংশ নেবেন তিন রাজ্যের তিন মুখ্যমন্ত্রী। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্থ অর্থনীতি বাঁচানোর পরিবর্তে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি করছে ভারত সরকারঃ রঘুরাম
সোমবার বিকাল সাড়ে ৪টে নাগাদ কলকাতার ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই সময় এই রাজ্যের করোনা জনিত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সোমবার রাজ্যে গোষ্ঠী সংক্রমণের হাল-হকিকত খতিয়ে দেখতে পা রাখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি আরও স্পষ্টভাবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত প্রশাসনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584