নজরে নন্দীগ্রাম! পূর্ব মেদিনীপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

0
98

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সভার প্রস্তুতি বৈঠক হয় বিজেপির। যে কারণে কাঁথিতে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব কুলদীপজী, রাজ‍্য নেতৃত্ব অনুপম মল্লিক, সাংসদ লকেট চ‍্যাটার্জী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা অবজার্ভার মলয় সিনহা সহ জেলা সভাপতি মন্ডলী ও জেলা কার্যকর্তাগণ।

Locket Chatterjee | newsfront.co
নিজস্ব চিত্র

বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন যখন পূর্ব মেদিনীপুর! তবু বিশেষ ভাবে রাজ্যবাসীর তীক্ষ্ণ নজর একটাই কেন্দ্র তা হল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর সাথে নন্দীগ্রামের কান্ডারী তথা কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াই।

BJP Leader Locket Chatterjee | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে নির্বাচনের আগে দলবদলের পালা ঘটেছে ঘটা করে। তৃণমূলে থাকা তাবড় তাবড় নেতা মন্ত্রীরা ইস্তফা দিয়ে দল ত্যাগ করে বিজেপির ঝাণ্ডা হাতে নিয়ে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। পাশাপাশি দুই দলের মনোনয়ন পেশ প্রায় সম্পূর্ণ। এবার প্রচার পর্বের পালা। তাই হয়ত বিজেপির প্রচারে কাঁথিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে তাঁরই প্রস্তুতি বৈঠক সারল বিজেপি নেতৃত্বরা।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নির্বাচন ম্যাসকট একশৃঙ্গ গন্ডার

আগামী ২৪শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভার জন্য কাঁথি রেলওয়ে সংলগ্ন মাঠ পরিদর্শন করলেন সাংসদ শ্রীমতি লকেট চ্যাটার্জি, সঙ্গে ছিলেন,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী ও রাজ্য এবং কেন্দ্রীয় অন্যান্য নেতৃত্বরা।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিনহা

পাশাপাশি কাঁথির অধিকারী পরিবারের বর্তমান তৃণমূলে থাকা শিশির অধিকারীর সাথে সাক্ষাৎ করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জী, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here