কবি লেখক সংবর্ধনা

0
263

বাপী মন্ডল,মুর্শিদাবাদঃ

Poet authors reception
নিজস্ব চিত্র

পদক্ষেপ পত্রিকা (চুঁচুড়া) এবং নবীন ও প্রবীণের মাসিক সাহিত্য আড্ডার উদ্যোগে কবি ও লেখক সংবর্ধনা ও বই প্রকাশের আয়োজন করা হয়েছিল গতকাল শহীদ ক্ষুদিরাম পাঠাগারের গোবিন্দ ত্রিবেদী মঞ্চে।সঙ্গীত শিল্পী নবনীতা সরকারের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।সভাপতি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক হরিশংকর দত্ত মহাশয়।প্রধান অতিথি ছেলেন কবি ও গবেষক শ্রী অরুপ চন্দ্র মহাশয় ও বিশেষ অতিথির পদ অলংকৃত করেন চিকিৎসক ও সমাজকর্মী ড.জাকির হোসেন।কবিতা পাঠ করেন জেলার বিশিষ্ট কবি ও একুশে কবিতা পত্রিকার সম্পাদক সুব্রত হাজরা,রোদরং পত্রিকার সম্পাদক শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রমিত দাস,গোলকবিহারী সরকার,দেবাশীষ সাহা,নির্মলেন্দু কুন্ডু,প্রমুখ।এদিন সম্বর্ধনা দেওয়া হয় মুম্বাই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের “My Story Contest”এর বিজেতা অর্ধেন্দু বিশ্বাস ও বিশিষ্ট লেখক নির্মাল্য কুমার পান্ডে মহাশয়কে।কবি গোবিন্দ ত্রিবেদি স্মৃতি পুরস্কার প্রদান করা হয় কবি দেবাশীষ সাহা ও নির্মলেন্দু কুন্ডু মহাশয়কে।এদিনের বিশেষ পাওনা ছিল নির্মাল্য কুমার পান্ডে মহাশয়ের বই ;কবিতায় অক্সিজেন ও কবিতায় মোড়া রহস্য ভ্রমনকথা”র প্রকাশনাকে ঘিরে। প্রবীনদের মধ্যে হরিশঙ্কর দত্ত ও সুনীল কুমার চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হয়। অর্ধেন্দু বিশ্বাস Mission Green Universe-এর পক্ষ থেকে অতিথিদের চারাগাছ প্রদানের মাধ্যমে ১ কোটি বৃক্ষরোপনের কর্মসূচীতে সকলকে সামিল হওয়ার আহ্বান করেন।

আরও পড়ুন: সারাগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের পুর্নমিলন অনুষ্ঠান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here