তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বই মেলায় অনুষ্ঠিত হল এই সময়কার বৃহত্তর কবি সম্মেলন।রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৬০জন কবি এই কবি সম্মেলনে অংশগ্রহণ করে।বিকেল ৬টায় এই সম্মেলন শুরু হয়ে শেষ হয় রাত দশটায়।রায়গঞ্জ বই মেলা কমিটির কর্নধার কবি ও ছড়াকার তুহিন চন্দ জানান এবারের বই মেলায় বিভূতি ভূষণ পুরস্কার পাবেন গল্পকার সৌরেন চৌধুরী,রায়গঞ্জ যুব নাট্য সংস্থা পাচ্ছেন শম্ভু মিত্র পুরস্কার,মুম্বাইয়ের কবি দিলীপ দত্ত পাচ্ছেন কবি জীবনানন্দ পুরস্কার।
এছাড়াও বিশেষ সম্মাননা সাহিত্য পুরস্কার দেওয়া হবে বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশারকে।এবারের বই মেলায় বেশ কিছু লেখকের বই প্রকাশ করা হয়,এরমধ্যে মঙ্গল রচিত বঙ্গনামা অন্যতম।বই মেলায় একটি স্মরণিকা প্রকাশ করা হয় বলে তুহিন চন্দ জানান।গত ১০ই নভেম্বর ১৯তম বই মেলার উদ্বোধন করেন রায়গঞ্জের পৌর পিতা সন্দীপ বিশ্বাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা দেশের গতিধারা প্রকাশনীর কর্নধার লেখক,শিল্পী ও চিত্রকর সিকদার আবুল বাশার,রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখার্জি,অভিজিৎ দত্ত,সমর পাল,দেবাশিস দাস,রাজীব সূত্রধর,যাদব চৌধুরী,সুকুমার বাড়ুই,আভা সরকার মন্ডল,অতনু বন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।বই মেলা চলবে আগামী ১৮ই নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুনঃ আবাস যোজনায় অসমাপ্ত ঘর পরিদর্শনে বিডিও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584