বিদ্যানগর এ বাংলার রাইটার্স ফোরামের উদ্যোগে বৃহৎ কবি সম্মেলন

0
140

শ্যামল রায়,বর্ধমানঃ
বাংলার রাইটার্স ফোরামের উদ্যোগে বিদ্যানগর গয়া রামদাস বিদ্যামন্দির ও প্রশান্ত দাস গুপ্ত কলেজ অফ এডুকেশন এর ব্যবস্থাপনায় সারাদিনব্যাপী সারা বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো। বিদ্যানগর জিডি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাহিত্যনুরাগী স্বপন দেবনাথ।এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশীষ নাগ জেলা পরিষদের আরেক সদস্য কবি অশোক বিশ্বাস কবি অশোক রায় চৌধুরী বিশিষ্ট গবেষক সর্বজিত যশ কবি ত্রিলোচন ভট্টাচার্য কবি সুব্রত ভট্টাচার্য কবি ফণিভূষণ হালদার কবি মধুসূদন দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক কবি আব্দুল কুদ্দুস মল্লিক কবি শিব শঙ্কর বকশি কবি তারকেশ্বর চট্টরাজ কবি বিকাশ বিশ্বাস, কবি জগদিশ পাল,কবি মধুসূদন সাঁতরা কবির,অনিতা মল্লিক এবং বাংলাদেশের কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার ও পারমিতা মজুমদার সহ অনেকে।

প্রদীপ প্রজ্বলন। নিজস্ব চিত্র

উদ্বোধন কালে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছে যে কবিদের আরো বেশি বেশি করে সমাজ সচেতনমুলক কবিতা লেখার দিকে আগ্রহ বাড়াতে হবে। সমাজ সচেতনতার ক্ষেত্রে কবিতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান মন্ত্রী। সুস্থ সংস্কৃতির বার্তা বহন করে যায় লেখক-লেখিকাদের লেখনি। আর এই ধরনের কবিতা উৎসব নিশ্চয়ই কবি সাহিত্যিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নতুন লেখক লেখিকা ও সম্পাদকদের একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়।এই কবিতা উৎসবে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য কবিদের মধ্যে তপন বৈরাগ্য উদয় চাঁদ কুন্ডু অশোক দত্ত অলক কুমার দত্ত চৈতন্য দাস নব কুমার সরকার আশুতোষ রায় ,শিব কুমার বসু,সূর্যকান্ত দেবনাথ ,সরজিত বিশ্বাস, কৃষ্ণচন্দ্র রায়,চন্দ্রাবতী মুখার্জি রমা দেবনাথ গৌতম ঘোষ,প্রবীর দেবনাথ,গীতা সাহা,গীতাশ্রী সাহা,মনীষা দে দুলাল কুমার হালদার,ঝুমা রায়, ইতিকা বিশ্বাস সুপ্রিয়া ঘোষ রবীন্দ্র কুমার হালদার,সুমাল‍্য মৈত্র,দুলাল সুর,শ্রাবন্তী মন্ডল দিলীপ কুমার মৈত্র,অচিন্ত্য সিংহ ,সুমন বাঘ, রমলা মুখার্জি ,শচী দুলাল পাল ,অঞ্জনা দাস, মৌমিতা প্রামাণিক, জোসনা শীল ,সৌমিত্র চট্টোপাধ্যায় ,শিউলি সরকার, মানিক বিশ্বাস, ফণিভূষণ হালদার, শিবনাথ মন্ডল, শান্তিময় ঘোষ,তৃষ্ণা কর্মকার ,কল্পতরু মুখোপাধ্যায়,সুকৃতি বিশ্বাস হালদার ,শঞ্চিতা রায়চৌধুরী ,গীতাশ্রী সাহা সুপ্রভাত সেনগুপ্ত কৃত্তিবাস সরকার সুরজিৎ গড়াই নিমাই চন্দ্র বিশ্বাস শ্যামল কুমার রায় মহুয়া রায় সুব্রত গোস্বামী কৌশিক গোস্বামী বাবলি সাহা মজুমদার শম্ভুনাথ কর্মকার মুখার্জি সমীর বেতাল বিকাশ সর্কার উদিত কুমার বিশ্বাস উজ্জ্বল দাস গৌরাঙ্গ কৃষ্ণ দে দুবে বিশ্বাস সরকার সহ একাধিক কবি।
এই কবিতা উৎসবে সংবর্ধিত হন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ।এছাড়াও সমাজসেবী হিসাবে নজরুল শেখ ও মন সরকার শিক্ষিকা ইন্দ্রানী দাস বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস বিশ্বাসকে  বাংলার রাইটাস ফ্রামে তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।আয়োজন করা হয়েছিল। কবিতা উৎসবে গানে মাতিয়ে দিয়েছিলেন কাবেরী গোস্বামী বাউল শিল্পী নারায়ণ দাস বাউল এবং প্রীতি পরামানিক।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক এবং বাংলা কবিতা উৎসবে সম্পাদক শ্যামল রায় জানান যে তিনি কবিদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই তার এই ধরনের উদ্যোগ মাঝে মধ্যেই সকলের চোখে পড়ে এবং ডেলিগেট ফি ছাড়া বিভিন্ন জেলার কবিদের সমবেত করে কবিতা উৎসব সত্যি প্রশংসার দাবি রাখে। আগামী দিন রাত্রিকালীন কবিতা উৎসব করার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here