শ্রী চৈতন্য বইমেলা কমিটির উদ্যোগে কবি সম্মেলনের আয়োজন

0
101

শ্যামল রায়,নবদ্বীপঃ

poet conference by sri Chaitanya book fair committee
নিজস্ব চিত্র

শনিবার নবদ্বীপ শ্রী চৈতন্য বই মেলা কমিটি আয়োজিত কবি সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবদ্বীপ শহরের অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে বইমেলায় প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন কবি সম্মেলনটি হয়।এই কবি সম্মেলনে ৫০জন আমন্ত্রিত কবি কবিতা পাঠ করেন।কবি সম্মেলন এর কনভেনার কবি তাপস রায় জানিয়েছেন যে কবিদের বই মেলা কমিটির তরফ থেকে একটি মিষ্টির প্যাকেট একটি কলম এবং প্রজাতন্ত্র দিবস এর একটি স্মারক তুলে দেয়া হয়েছে।উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন কবি তারকেশ্বর চট্টরাজ, কবি শ্যামল রায়, কবি অশোক দত্ত, অলোক দত্ত, কবিতা মল্লিক, চন্দ্র চট্টোপাধ্যায়, নব কুমার সরকার, আশুতোষ রায়,গৌতম হেস, প্রবীর মজুমদার, সুজল সাহা, গৌড় দাস মহন্ত, দীপঙ্কর চক্রবর্তী, কৃষ্ণচন্দ্র রায়, চৈতন্য দাস প্রমূখ।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মহিলাদের নিয়ে ক্রীড়ানুষ্ঠান

এই বইমেলার উদ্বোধন করেছিলেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।এছাড়াও এই কবি সম্মেলনে নামিদামি বহু প্রকাশক সংস্থা অংশগ্রহণ করেছে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here