নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে দু’দিনের উৎসব আয়োজন করেছিল স্বর-আবৃত্তি, মেদিনীপুর। ২০ তারিখ মেদিনীপুর শহরের বিধান নগর দুর্গা মন্ডপে রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কবিতাপ্রেমী মানুষেরা। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কাউন্সিলার মৌ রায়, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, ফাকরুদ্দিন মল্লিক, পংকজ পাত্র প্রমুখ। রক্তদান করেন ২৬ জন রক্তদাতা। ২১ তারিখের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় রবীন্দ্র নিলয়ে। অনুষ্ঠানে স্বর-আবৃত্তি’র পক্ষে সবাইকে স্বাগত জানান শুভদীপ বসু। এদিন স্বর- আবৃত্তি সম্মান তুলে দেওয়া হয় পাথর প্রাণপুরুষ ইয়াসিন পাঠানকে।
উপস্থিত ছিলেন স্বামী মায়াধীশানন্দজী মহারাজ, চন্দন বসু, উদয় রঞ্জন পাল, ডা:সুহাস রঞ্জন মন্ডল, ডা:তমাল মন্ডল, বিদ্যুৎ পাল, প্রদীপ দেব বর্মন, সুদীপ কুমার খাঁড়া, মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সৌমেন ঘোষ, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায় অমিয় পাল, মালবিকা পাল প্রমুখ। একক আবৃত্তি, কবিতার গান, কবিতার মঞ্চায়ন সহ একটি মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা শহরবাসীকে উপহার দেয় সংস্থাটি। আলোক বরণ মাইতি, ঈশিতা চট্টোপাধ্যায়, নন্দিতা সরকার, অনিমেষ হাম্বীর, শিশুশিল্পী অনুভব পাল মত বিশিষ্ট মানুষের অনুষ্ঠান সকলের নজর কাড়ে।মনীষা বসু ও শুভদীপের শ্রুতি নাটকটি ছিল মনগ্রাহী।
পলি পাহাড়ি, বর্ণালী সাহা, শিবানী পাল, শিলা মহাপাত্র, সুপর্ণা ব্যানার্জি, দীপান্বিতা ব্যানার্জি সোমদীপা রায়, পুষ্পিত পাল, অনিন্দিতা মাইতি সাউ, রত্না মান্না, প্রাঞ্জলি দাস, সোমা পাল পরিবেশন করেন ‘যুদ্ধ নয় শান্তি চাই’ ও ‘তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা’ শীর্ষক আবৃত্তির কোলাজ। স্বর আবৃত্তির শিশুশিল্পীদের ‘গাছ লাগাও’ শীর্ষক কোলাজটি নতুন বার্তা দেয়। পূর্ব মেদিনীপুর থেকে আসা শব্দ পরিবারের অনুষ্ঠানে ছিল নতুনত্ব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায়।
স্বর-আবৃত্তির কর্ণধার শুভদীপ বসু বলেন, “প্রত্যেক বছরের ন্যায় এবছর দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করেছি। রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। আবৃত্তিশিল্পের চর্চার প্রসারে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।” ধন্যবাদ জ্ঞাপন করেন দীপক বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584