শ্যামল রায়, কালনাঃ
মঙ্গলবার কালনা সাহিত্য মজলিসের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মধুবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল কবিতা উৎসব। কবিতা উৎসবের অন্যতম আয়োজক সম্পাদক চন্দন দত্ত জানিয়েছেন যে তারা প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কবিদের সংগঠিত করে কবিতা উৎসবের আয়োজন করেন। কবিতা উৎসবে অতিথিদের মধ্যে ছিলেন তারকেশ্বর চট্টরাজ, গোপাল চক্রবর্তী, বসন্ত পাল প্রমুখ। এছাড়াও এই কবিতা উৎসবে শতাধিক কবি উপস্থিত থেকে তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
আরও পড়ুন: নবদ্বীপে কৃষক মজুরদের অধিকার যাত্রা
উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন শচী দুলাল পাল, শ্যামল রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সঞ্জয় গোস্বামী, সন্ধ্যা সাহা, উদয় সাহা, মৈত্রী ব্যানার্জি, সূর্যকান্ত দেবনাথ, রবীন্দ্র হালদার, হরেন্দ্র নাথ গোস্বামী, পল্লবী চট্টোপাধ্যায়, অশোক দত্ত জগন্নাথ কৌরি, শিখা চক্রবর্তী, সংকেত চট্টোপাধ্যায়, মনোরঞ্জন সাহা প্রমূখ।
কালনা সাহিত্য মজলিসের এক মুখপাত্রও বিভিন্ন লেখকদের কবিতা নিয়ে প্রকাশিত হয় এদিন।
পত্রিকার সম্পাদক চন্দন দত্ত জানিয়েছেন, ” আমরা চেষ্টা করেছি উন্নত মানের লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশ করার। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584