অনিন্দ্য ভাবনায় ‘পোয়েট্রি ইউনাইটস’

0
102

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আসছে ‘পোয়েট্রি ইউনাইটস’। সিরিয়ার কবিদের নিয়েই অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রয়াস। সিরিয়া থেকে যেসব কবিদের বিতাড়িত করা হয়েছে তাঁদেরকে একত্র করে তাঁদের দেশ সম্বন্ধে নানা অজানা কথা জানাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

Poetry unites | newsfront.co

দেশের বিরুদ্ধে গিয়ে কবিতার মধ্যে দিয়ে সত্যকে তুলে ধরার কারণে অনেক কবিকেই দেশছাড়া করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই ঘটনা ঘটে চলেছে। সত্য প্রকাশ্যে আনার অপরাধে বাধ্য হয়ে দেশ ছেড়ে অন্যত্র যেতে হয়েছে, সিরিয়ায় এমন কবির সংখ্যাও নেহাৎ কম নয়।

দেশছাড়া সেইসব কবিদের অবস্থা এখন শোচনীয়। ১ অক্টোবর বৃহস্পতিবার ঠিক রাত ৮ টায় ‘মৃত্তিকা’র ফেসবুক পেজে ‘পোয়েট্রি ইউনাইটস’ লাইভে এ বিষয়ে বিস্তারিত বলবেন সিরিয়ার কবিগণ, বর্তমানে যাঁদের বাস সিরিয়ার বাইরে।

আরও পড়ুনঃ এবার পুজোয় ফের রিলিজ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৫ জনের মধ্যে থাকবেন দেশ বিদেশের বেশ কয়েকজন কবি। আর মধ্যমণি হয়ে থাকবেন এই লাইভ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

‘পোয়েট্রি ইউনাইটস’ প্রসঙ্গে তিনি জানান, “সিরিয়ার আভ্যন্তরীণ অবস্থা খুব একটা ভাল না। দাঙ্গা, ছোট ছোট যুদ্ধ সেই দেশে নিত্যদিন লেগেই আছে। এই পরিস্থিতিতে দেশের বিরুদ্ধে গিয়ে কবিতা লেখায় দেশ ছাড়া করা হয় বহু কবিকে।

আরও পড়ুনঃ জন্মদিনে সামনে এল শ্রুতির প্রেমগাঁথা

নিজ দেশ ছেড়ে অপর দেশে আশ্রয় নেওয়ার কারণে সেইসব কবিরাও দুর্দশার মধ্যে দিয়ে দিন গুজরাচ্ছেন। তাই এইসময় সিরিয়া থেকে বিতাড়িত করা কবিদের একত্রিত করে যদি তাঁদের এই দুঃখ, কষ্ট এবং তাঁদের এই লড়াইয়ের ভাগীদার হওয়া যায় তা হলে শারিরীকভাবে না হলেও মানসিকভাবে অন্তত দেশছাড়া কবিদের পাশে দাঁড়াতে পারবো।

২০১৬ সালে সিরিয়ায় ১৪ বছরের একটি মেয়ে কবিতা লিখেছিল। তবে দেশ বিরোধী কবিতা লেখায় তাঁকেও দেশে টিকে থাকতে দেওয়া হয়নি। কম বয়সী ওই মেয়েটি কিন্তু তাও হেরে যায়নি। এই ঘটনাটি আমাকে অনুপ্রাণিত করেছিল।

এরপরই সিরিয়া দেশটির সম্বন্ধে, সেখানকার কবিদের সম্বন্ধে জানার আগ্রহটাও বেড়ে যায়। আর সেখান থেকেই আমার আজকের এই ভাবনা”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here