সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
রাত পেরোলেই বছরের শেষ দিনটি সম্পূর্ণ হয়ে নতুন বছরের আগমন হবে। কিন্তু ১৪২৬ শেষ আর ১৪২৭ সালের শুরুটা একেবারে অন্য রকম ঘটছে বাঙালির জীবনে। আপামর বাঙালির জীবন ধারাতে বছরের এই প্রথম দিনটিতে মূলত উৎসবে মাতেন ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারাও।
তবে বাংলা বছরের এই দিনটিতে অনেকেই নতুন খাতা ও লক্ষ্মি গণেশের মূর্তি নিয়ে বিভিন্ন মন্দিরে পূজো দিতে যান ব্যবসায়ীরা। অপরদিকে এই দিনটিতে যে রকম ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, আবার তেমনই অন্যদিকে এই দিনটিতে সারা বছর পথ চলার ক্ষেত্রে যাতে বাঁধা না আসে, সেজন্য পূজো ও প্রার্থনার মধ্যে দিয়ে কাটাতে দেখা যায় অনেককেই।
আরও পড়ুনঃ নীলষষ্ঠীর সন্ধ্যায় ভক্তহীন মন্দিরে তালা দিয়ে পূজো দেবপুরীতে
ঠিক তেমনই বর্ধমান শহরে বছরের প্রথম দিনটিতে দেবী সর্বমঙ্গলা মন্দিরে পূজো দেওয়া রীতি এখনও চলে আসছে। কিন্তু এবারে তা করা যাবে না। কারণ করোনার জন্য নববর্ষের দিন দেবী সর্বমঙ্গলা মন্দির সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে।
প্রসঙ্গত, লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। সমস্ত ধরণের জমায়েত নিষিদ্ধ করেছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার৷ যদিও এ বিষয়ে বর্ধমানের ষাটোর্ধ্ব বৃদ্ধ সোমেশ্বর ঘোষ জানান,”এই প্রথম তিনি দেখলেন, বছরের প্রথম দিন বর্ধমানবাসী দেবী সর্বমঙ্গলাকে পূজো নিবেদন করতে পারল না”।তবে বছরের শেষ দিনে দাঁড়িয়ে, ভারাক্রান্ত মনে আসছে বছরের পূজোর অপেক্ষায় রইল ভক্তগন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584