রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
বিভিন্ন সময়ে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে দেওয়ার গল্প শোনা গিয়েছে, কিন্তু এবার আরও অমানবিক ঘটনার অভিযোগ। সোমবার কান্দির জীবন্তি মাঠে এক বিঘার বেশি পাটের জমিতে বিষ দিয়ে সমস্ত পাট নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু দুস্কৃতকারীদের বিরুদ্ধে। এই অমানবিক কাজ যারা করেছে তাদের শাস্তির দাবিতে কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
জীবন্তির বাসিন্দা নুর ইসলাম সেখ জীবন্তি মাঠে অর্থাৎ জিয়াদার মোজায় এক বিঘার বেশি জমিতে গত ২৫ বছর ধরে চাষ করেন। এই জমিতে প্রতি বছরের মতো এ বারও পাট বুনেছিলেন নুর ইসলাম সেখ। পাট বড়ো হয়েছিল কিন্তু গতকাল দুপুরের পর থেকে পাট মরতে শুরু করে যা দেখে হতবাক হন নুর ইসলাম সেখ পরে জানতে পারেন এই জমিতে বিষ দিয়ে সমস্ত পাট নষ্ট করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার কান্দি থানায় অভিযোগ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ একাধিক দাবিদাওয়া নিয়ে বিডিও র কাছে ডেপুটেশন আইসিডিএস কর্মীদের
নুর ইসলাম সেখ এই বিষয়ে বলেন ” এলাকার কিছু দুস্কৃতি ফেলু সেখ, সাইদ হাজী, ফরিদ সেখ, কামাল সেখ এরা কয়েক বছরের ধরে জমিটা জোর জবর দখল করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাই বিষ দিয়ে পাট মেরেছে। ” তাছাড়া এদের নামে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পাট চাষি নুর ইসলাম সেখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584