পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
বিন্দোলে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু পৌঢ়ার। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল এক বয়স্কা মহিলার। মৃতা মহিলার নাম রত্না শীল, বয়স পঞ্চাশ। স্বামীর নাম হরেন শীল। বাড়ি রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কইলা ডাঙ্গীর কলোনী পাড়ায়। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার দুপুর বারোটায় খড়ের গাদায় খড় আনতে যায় হঠাৎ পিছন থেকে ডান হাতে কামড় দেয় একটি বিষধর সাপ।
কামড়ানোর সঙ্গে সঙ্গে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হতে থাকে শেষ পর্যন্ত রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অবশ্য বিষধর সাপটিকে গ্রামবাসীরা উদ্ধার করেছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584