মোহনা বিশ্বাস, হুগলীঃ
বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। মহামারী কোভিড-১৯-এর হাত থেকে রক্ষা পায়নি ভারতও। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে সমান তালে। তাই জন্য করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন।
স্কুল-কলেজ থেকে শুরু করে বন্ধ অফিস, কলকারখানা সহ নানান সংস্থান। দিন দিন মহামারীর আকার নিচ্ছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যে মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। তাই এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা।
আরও পড়ুনঃ বেলেঘাটা আইডিতে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি
মঙ্গলবার পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিডিও সন্তু দাসের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র ,সহ-সভাপতি তানসেন মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যরা।
এদিন তারা তাদের এক মাসের বেতন থেকে মুখ্যমন্ত্রী তহবিলে করোনা মোকাবিলায় এই টাকা দান করলেন। তবে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র বলেন, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী এমার্জেন্সি রিলিফ ফান্ড এর কথা ঘোষণা করেছেন।
সেই মতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দান করা হল। তবে বিশেষ কাজে ব্যবহার করা হোক এই টাকা।পাশাপাশি লকডাউনে দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য ও সাধ্যমত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য সকল মানুষের কাছে অনুরোধ করেন তিনি। এই দুর্দিনে নিজেদের সাধ্যমত অর্থ দিয়ে রাজ্যের মানুষকে সাহায্য করতে পেরে খুশি পঞ্চায়েত সমিতির সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584