নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
ইসলামপুরের ছাত্র মৃত্যুর কারণে বিজেপির ডাকে আজ ১২ ঘণ্টা বন্ধ। শুরু থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে প্রতিটা মোড়ে মোড়ে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন করা হয়েছে। সেই কারণে ছবিটা সাধারণভাবে ধরা পড়েছে সরকারী বাস বেশ পর্যাপ্ত পরিমাণে থাকলেও বেসরকারি বাস গুলির সংখ্যা নাই ।সকালে বালুরঘাট সবজী বাজারে কিছু দোকান খুললেও বিজেপির কর্মীরা এসে তাদের বন্ধ করতে বলে।
পুলিশের উপস্থিতি তে বিজেপির ৩ জন কর্মী ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়। এই সময় বলা যেতে পারে বনধের কিছুটা মিশ্রপ্রভাব পড়েছে বালুরঘাট শহরে। বেলা বাড়ার সাথে সাথে জেলার পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থক দের আটক করা হচ্ছে । কোথাও আবার পথ অবরোধ তুলতে গিয়ে লাঠি চার্য করা হয় বলে অভিযোগ বিজেপি কর্মীদের।
জেলা সভাপতি শুভেন্দু সরকার ও জেলা স্তরের নেতা সহ প্রায় ৪০০ জন কর্মীকে আটোক করে এদিন থানায় আনে পুলিশ।
আরও পড়ুনঃ বনধের সমর্থনে পুড়লো সরকারি বাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584