পুলিশ-আবগারিকে মাসোহারা দিয়ে বেআইনী মদ বিক্রি,দাবী বিক্রেতার

0
90

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

প্রতি মাসে পুলিশ আবগারি দফতরকে মাসোহারা দিতেন।স্থানীয় তৃণমূল নেতাও চাই মাসোহারা।নেতার দাবি এক সাথে পঞ্চাশ হাজার টাকা,আর মাসিক দু’হাজার টাকার মাসোহারা।দিতে অপারগ হওয়ায় তাদের মদের ঠেক ভাঙচুরের অভিযোগ বে আইনী মদ বিক্রেতা কালীপদ বাগের স্ত্রী বাসন্তি বাগের।

মদ বিক্রেতার স্ত্রী বাসন্তি দেবী।নিজস্ব চিত্র

বেআইনী মদ বিক্রি যে অন্যায় কার্যত স্বীকারও করেছেন বাসন্তি দেবী।

মাসোহারার অভিযোগ মদ বিক্রেতার স্ত্রীঃ

ঘটনার প্রকাশ এই যে,কাকদ্বীপ থানার ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা ফেরিঘাটে চলত বেআইনী মদের কারবার।একদিকে বাঁশতলা অন্যদিকে ১৪ এবং ১৫ নং ফেরিঘাট দুই পঞ্চায়েতের হাজার হাজার মানুষ যাতায়াত করেন ওই মদের ঠেকের পাশ দিয়ে।বে আইনি এই মদের ঠেকে আনাগোনা মদ্যপদের তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী।

বেআইনী মদ বিক্রির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা করুনা মহাপাত্র।নিজস্ব চিত্র

বার বার প্রশাসনকে জানিও কোন সুরাহা হয় নি।এদিকে শান্তিপুরের ঘটনার খবরের প্রভাবে উত্তপ্ত রাজ্য।এমতাবস্থায় আবার রাতের অন্ধকারে এলাকায় মদ ঢোকায়,ক্ষিপ্ত জনতা কেড়ে নেয় মদ।

বিক্ষোভে ভাঙা মদের ঠেক।নিজস্ব চিত্র

আর জনতার বিক্ষোভে নেতৃত্ব দেয় তৃণমূলের বুথ সভাপতি অলোক মাইতি।

তৃনমূল বুথ সভাপতি অলোক মাইতি।নিজস্ব চিত্র

রাতের অন্ধকারে মদের পেটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।পুলিশ এসে মদ উদ্ধার করলেও গ্রেফতার করা হয়নি মদ বিক্রেতাকে।

আরও পড়ুনঃ সমূলে বিষবৃক্ষ কবে উৎপাটিত হবে(?)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here