লাঠি হাতে তো কোথাও দেওয়াল লিখনের মাধ্যমে জন সচেতনতা পুলিশের

0
74

পিয়ালী দাস, বীরভূমঃ

করোনা সংক্রমণ ব্যধির প্রকোপে বিধ্বস্ত দেশ জুড়ে জনজীবন। রাজ্য সরকারের তরফে প্রত্যেকদিন লকডাউন মেনে চলার জন্য মানুষকে আবেদন করা হচ্ছে। কিন্তু কোথাও কোথাও নজরে আসছে মানুষ সরকারের নির্দেশ উপেক্ষা করে রীতিমতো সাধারণ জীবন যাপন করতে ব্যস্ত।

awareness | newsfront.co
নয়া আঙ্গিকে প্রচার। নিজস্ব চিত্র

ঠিক সেই ছবি দেখা গেল এবার বীরভূমে।তবে বীরভূম জেলা পুলিশ মানুষের উপেক্ষার মনোভাবকে দমন করতে, কোথাও গান্ধীগিরি আবার কোথাও বল প্রয়োগের পন্থা বেছে নিল। বীরভূমের দুটি থানা এলাকায় দু’রকম ছবি আজ আমাদের ক্যামেরায় ধরা পড়ল।

wall writing | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিকেলে বেরোলে খুঁড়িয়ে বাড়ি যেতে হবে, হুঁশিয়ারি দিয়ে প্রচার প্রধানের

একদিকে সাঁইথিয়া থানার পুলিশ রাস্তায় বেরোনো মানুষকে সরাসরি থানায় নিয়ে বাজেয়াপ্ত করছে। শুধু মানুষই নয়,তার সাথে থাকা যানবাহনটিকেও আটক করছে পুলিশ। আবার অন্যদিকে নলহাটি থানার পুলিশের উদ্যোগে নলহাটি শহরের বিভিন্ন রাস্তায় চলছে ” সেভ লাইফ স্টে হোম” লিখনের কাজ। একই রকমভাবে শান্তিনিকেতন জুড়ে ঘরে থাকার বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে।

তবে পুলিশ আধিকারিকদের দাবি, বর্তমান যা পরিস্থিতি তাতে অনেকটা ঠাকুরকে পুজো দেওয়ার মতো। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, তাকে যেমন সেই ফুল দিয়ে পূজো করা উচিত। ঠিক তেমনই মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকম।যে এলাকার মানুষ যে আইনের ভাষা যেমন বোঝে, তাদেরকে ঠিক তেমন ভাবেই বোঝাতে হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here