নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় প্রথম করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন পঞ্চাশেরও বেশী। জানা গেছে, তাদের মধ্যে অধিকাংশই মানিকচক কলেজের কোয়ারেন্টাইন সেন্টারের আবাসিক। এর পাশাপাশি যে গাড়িতে করে ওই ব্যক্তি কলকাতা থেকে মালদহে এসেছিল। সেই গাড়ির সহযাত্রী, কোয়ারেন্টাইন সেন্টারের সাফাই কর্মী ছিলেন।

এমনকি খাবার দেওয়ার কাজে জড়িত কর্মী থেকে শুরু করে যে টোটোতে করে ওই ব্যক্তি কোয়ারেন্টাইন সেন্টারে এসেছিলেন, তাদের সকলের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। তবে জানতে পারা গেছে, এদের প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে। তার উপর আবার সোমবারই প্রথম মালদহে করোনা পজিটিভ রোগীর খোঁজ মেলে।
আরও পড়ুনঃ লালারস সংগ্রহে উত্তর দিনাজপুর, মালদহে চালু হচ্ছে ভ্রাম্যমান কিয়স্ক
তবে এখানেই শেষ নয়, মঙ্গলবার আরও একজনের করোনা পজিটিভ মিলেছে। আর এরপর থেকেই কারা ওই রোগীর সংস্পর্শে এসেছেন এবং সংক্রমিত ব্যক্তি মালদহে আসার পর থেকে, তার সমস্ত গতিবিধির পূঙ্খানুপুঙ্খ খোঁজ নেয় প্রশাসন। আর যদিও পঞ্চাশেরও বেশী ব্যক্তির তালিকার মধ্যে অন্ততঃ চল্লিশ জনই এই কোয়ারেন্টাইন সেন্টারের আবাসিক বলে প্রশাসন সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584