নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দেশ জুড়ে যেভাবে মহামারী করোনা জাল বিস্তার করেছে, তার ফলে লকডাউনের মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রত্যেক রাজ্যগুলিও করোনা মোকাবিলা করতে তৎপর হয়েছে। আর এই তৎপরতার তালিকা থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও।
করোনাকে রাজ্য থেকে বের করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দফতর, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। এমনকি জনসাধারণের সচেতনতার জন্য নানা উপায় অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রশাসনকে।আর এরই মাঝে সরকারের নিয়মকে উপেক্ষা করে কোন কারণ ছাড়াই রীতিমতো রাস্তায় বের হচ্ছে অনেকেই।তাই এহেন পরিস্থিতি সামাল দিতে নাকা চেকিং এ নামেন বহরমপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ সংবাদ মাধ্যমের খবরের জেরে তিন শিশুর পাশে দাঁড়ালো মহকুমা প্রশাসন
অন্যান্য দিনের মতো বুধবারও রাস্তার বিভিন্ন মোড়ে লোকজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষত টোটোচালকদের রাস্তায় গাড়ি বের করার কারনও জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয় কি কারণে রাস্তায় বের হয়েছে তার সঠিক প্রমাণ পত্রও দেখতে চাওয়া হয় এদিন।
আর সেই প্রমাণ পত্র দেখাতে না পারলে টোটাতে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ার পাশাপাশি চালক সহ গাড়িগুলিকেও আটক করে পুলিশ। এর পাশাপাশি এদিনের এই নাকা চেকিংএর ফলে সকাল থেকে বহু টোটো বাজেয়াপ্ত করে বহরমপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584