নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
প্রথম পর্যায়ের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। কিন্তু এখনও পর্যন্ত সাধারন মানুষকে বিষয়টি বোঝাতে কালোঘাম ছুটছে পুলিশের। লকডাউন অমান্য করেই সাধারন দিনের মতো এই দিনগুলোতেও বাইক নিয়ে ঘুরছেন মানুষজন । তাই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাস্তায় নামেন রায়গঞ্জ থানার পুলিশ।
এদিন যাত্রীদের রাস্তায় বের হওয়া নিয়ে প্রশ্ন করলে, যাত্রীদের কাছ থেকে উত্তর আসে ওষুধ কিনতে যাচ্ছি। যদিও এদিন প্রায় সকল যাত্রীরই এই একই উত্তর বলে জানান পুলিশ। পাশাপাশি এদিন জন সাধারণের এই বেপরোয়া ভাবে বাইক নিয়ে বের হওয়া বিষয়টি যে ধাপ্পা দেওয়া হচ্ছে, তা বুঝে নিতে অসুবিধা হয়নি পুলিশের।
আরও পড়ুনঃ অন্যান্য রাজ্যের মত বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক – মুখ্যসচিব
তাই এদিন রাস্তায় পুলিশ টহল দেওয়ার সময় বেশ কয়েকটি বাইকও বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। তবে সকল যাত্রী রাস্তায় বেরিয়ে ওষুধ কিনতে যাওয়ার কথা বলছে ঠিকই, কিন্তু তাদের কাছ থেকে সরাসরি চিকিৎসকের প্রেসক্রিপশন দেখতে চাইলে, সেই সময় কেউ দেখাতে পারছেন না বলে জানান কর্তব্যরত পুলিশ কর্তারা।
আবার কিছু জায়গায় কেউ বলে এটিএমে গেছিলাম । তাই সঠিক কারণ দেখাতে না পারার অভিযোগে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত বাইকসহ আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
তবে অন্যদিকে, লকডাউন সফল না করায় ইতিমধ্যেই ৯৫ জনকে গ্রেফতার করেছে ইসলামপুরের জেলা পুলিশ। শুধু তাই নয়, এই লক ডাউনকে অমান্য করায় এখনও পর্যন্ত সাতাশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি একুশটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
যদিও জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, “পুলিশ বারবার চেষ্টা করছে, যে কোনও উপায়ে লকডাউন যেন পুরোপুরিভাবে সফল হয়। কিন্তু অনেকেই অকারণে রাস্তায় বের হচ্ছেন, তাই এটা মেনে নেওয়া যায় না”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584