নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউন সফল করতে সকাল থেকেই মালদহের একাধিক জায়গায় অভিযানে নামল পুলিশ। শহরের অন্যতম ব্যস্ত রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি, ফোয়ারা মোড় সহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।

নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকায় পুলিশি সেই সব দোকানপাট বন্ধ করে দেয়। অন্যদিকে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে শহরের একাধিক জায়গায় পুলিশি ব্যারিকেড করা হয়। নিয়ম না মেনে রাস্তায় চলাচল করায় একাধিক টোটো এবং অটো আটকে দেওয়া হয়। সাত দিনের জন্য লকডাউন সফল করতে শহরের একাধিক জায়গায় মাইকিং শুরু করা হয়েছে ইংরেজবাজার থানা পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ লকডাউন নয়, শুধু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেই শুনশান ডালখোলা
পাশাপাশি পুরাতন মালদহ এলাকাতেও অভিযান চালানো হয়। শহরের চৌরঙ্গি মোড় সহ একাধিক এলাকায় অভিযান চালায় মালদহ থানার পুলিশ। পুরাতন মালদহ এলাকার রাজীব গান্ধী মার্কেট, মঙ্গলবাড়ী নিউ মার্কেট সহ একাধিক মার্কেট নির্দিষ্ট সময়ের পরও খোলা থাকায় পুলিশ গিয়ে সেই সকল দোকানপাট বন্ধ করে দেয়। কড়া হুঁশিয়ারি দেওয়া হয় সেই সব ব্যবসায়ীদের।
আরও পড়ুনঃ জন্মদিনে পেন্সিলের শিষে ‘মহারাজ’ – র প্রতিকৃতি তৈরি প্রসেনজিৎয়ের
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে মালদহ জেলা প্রশাসন বুধবার থেকে সাত দিনের জন্য জেলার ইংরেজবাজার থানা, পুরাতন মালদহ থানা এবং কালিয়াচক থানা এলাকায় লকডাউন ঘোষণা করেছে। সবজির দোকান মাছ মাংসের দোকান সকাল এগারোটা পর্যন্ত খোলার নির্দেশ দেওয়া হয়। ফুটপাতের দোকানের সঙ্গে বন্ধ থাকবে চায়ের দোকান, পানের দোকান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584