নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য সমস্ত সরকারী দপ্তরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বেলদা থানায় রক্তদান শিবির ও দুঃস্থ ব্যক্তিদের বস্ত্রদান এর আয়োজন করা হয় । বৃহস্পতিবার বেলদা থানা চত্বরে থানার সমস্ত পুলিশ কর্মীদের সাথে নিয়ে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের ।এদিনের এই রক্তদান শিবিরে পুলিশের পাশাপাশি স্থানীয় নানা ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। পুরুষ ও মহিলা মিলিয়ে শতাধিক রক্তদাতা এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন ।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘু বংশী বলেন সারা রাজ্যে বেড়ে চলা গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তাদের এই রক্তদান শিবিরের আয়োজন একই সাথে দিন বেলদা থানার নবনির্মিত ভবনের ও উদ্বোধন করা হয় । তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যে বেলদা তে মহকুমা পুলিশ আধিকারিক এর কার্যালয় ও দাঁতন 2 আরো একটি পৃথক থানার ও প্রস্তাব রাখা হবে ও অতি দ্রুত সেই কাজগুলি সম্পন্ন হবে ।এদিনের এই রক্তদান শিবিরে স্থানীয় বিধায়ক প্রদ্যুৎ ঘোষ ছাড়াও অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584