নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পঞ্চায়েত সদস্য মুস্তাক সেখের খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ। কান্দি মহকুমা আদালতের বিচারপতি ৮ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।
গতকাল মুর্শিদাবাদ জেলে কান্দি মহকুমার বড়ঞা থানার করুননূরুন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরের পঞ্চায়েত সদস্য মুস্তাক সেখকে বোম এবং গুলি মেরে খুন করে কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ উঠেছিল।
মৃত পঞ্চায়েত সদস্যর পরিবারের পক্ষ থেকে মোট ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ শুকুর শেখ এবং রেজাউল সেখ (মিঠু) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার কান্দি মহকুমা আদালতে পেশ করে।
আরও পড়ুনঃ বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের চালু হল টিয়া ফেরিঘাট
কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে কান্দি মহকুমা আদালতে ভারপ্রাপ্ত বিচারপতি শুভজিৎ রক্ষিত ধৃত দুজনকে ৮ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584