ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ : সাড়ে ৩ লক্ষ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে কখবর পেয়ে বুধবার ভোড়ে বহরমপুর থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুরের পঞ্চাননতলা এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম, রবিউল শেখ। মালদা জেলার কালিয়াচকের মুসাবাড়ি গ্রামে তার বাড়ি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে তিন লাখ টাকার জালনোট। সবগুলিই দু’হাজার টাকার নোট বলে জানিয়েছে। বুধবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এতদিন ফরাক্কা, সুতি, সামশেরগঞ্জ , লালগোলা এলাকায় জালনোট পাচারের জাল বিস্তার করে কারবার চালাচ্ছিল পাচারকারীরা। এবার জেলা সদর বহরমপুরে জালনোট চক্র ঢুকে পড়ায় জেলা পুলিশের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে ।
সূত্রের খবর মালদার কালিয়াচক থানার মুসাবাড়ি গ্রামের বাসিন্দা রবিউল শেখ জাল নোট পাচারে ক্যারিয়ারের কাজ করত। এদিন ভোড় রাতে সে বহরমপুরের পঞ্চাননতলায় ওই নোটগুলি হাত বদলের জন্য অপেক্ষা করছিল। সেই খবর পেয়ে পুলিশ পঞ্চাননতলায় অভিযান চালিয়ে ওই পাচাকারীকে গ্রেপ্তার করে।
ওই জাল নোট পাচার চক্রের সঙ্গে এলাকার কে বা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584