সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
১৯শে মে সপ্তদশ লোকসভার সপ্তম নির্বাচন। তার আগেই খেয়াঘাট থেকে গ্রেপ্তার ভিন জেলার পাঁচ সশস্ত্র দুষ্কৃতী। পলাতক আরও দুই, উদ্ধার বন্দুক ও গুলি। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সুত্রে খবর আসে যে বেশ কিছু দুষ্কৃতী গভীর রাতে নদী পেরিয়ে বাসন্তী এলাকায় ঢুকবে।সেই মতো এস ও জি ও বাসন্তী থানার পুলিশ ওঁত পেতে থাকে।
সাত দুষ্কৃতী বাসন্তী থানা এলাকার গড়ানবোস খেয়াঘাটে আসে।একটি নৌকার জন্য অপেক্ষা করছিল। এমন সময় লুকিয়ে থাকা পুলিশের এক ইনফরমারের ফোন বেজে ওঠে। সাথে সাথে দুষ্কৃতীরা সজাগ হয়ে যায়। তারা পালাবার চেষ্টা করে। পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টায় থাকা দুষ্কৃতীদের উপর। পাঁচ দুষ্কৃতিকে ধরে ফেলে। দুই জন নদীতে ঝাঁপ দেয়।
আরও পড়ুনঃ স্থানীয় বিজেপি নেতার হোটেলে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ধৃতদের মধ্যে আরাবুল মণ্ডল ও সুজাউদ্দিন মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গা থানা এলাকায়। অপর তিন দুষ্কৃতী জন্টু সেখ, রাজব আলি ও আবু সামার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সিঙ্গেল ব্যারেল লং পাইপ গান, একটি শর্ট পাইপ গান ও একটি নাইন এমএম পিস্তল ম্যাগাজিনসহ।
এছাড়াও আট রাউন্ড তাজা কার্তুজ ও দুটি মোবাইল ফোন। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল নাকি ভোটে রাজনৈতিক সংঘর্ষের উদ্দেশ্যে তাদেরকে কেউ নিয়ে যাচ্ছিল। যদিও আগামী ১২ তারিখে মুখ্যমন্ত্রীর সভার আগে অন্য জেলার পাঁচ সশস্ত্র দুষ্কৃতী কে গ্রেপ্তার করাটা খুব বড়সড় সাফল্য বলেই মনে করছে জেলা পুলিশের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584