মনিরুল হক,কোচবিহারঃ

জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নং কালিরঘাট বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায়। জানা গেছে, বুধবার রাতে ওই এলাকায় কোতোয়ালি থানার টাউনবাবুর নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন জুয়াড়িকে আটক করতেই শুরু হয় ধস্তাধস্তি, আক্রান্ত হয় কিছু পুলিশ কর্মী, ভাঙা হয় টাউন বাবুর গাড়ি।
আরও পড়ুন: গোপন খবরের সূত্রে এগারো জুয়াড়ি ধৃত

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কালিরঘাট বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় পুলিশ এসে কয়েকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় স্থানীয়রা পুলিশকে বাধা দিতে যায়। ঠিক তখনই শুরু হয় ধস্তাধস্তি। তারপরে পুলিশ বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। যদিও এবিষয় নিয়ে পুলিশের কোন আধিকারিকের মন্তব্য পাওয়া যায় নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584