শব্দদূষণ রুখতে বাসের এয়ার হর্ন খুলতে রাস্তায় নামল পুলিশ

0
135

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এয়ার হর্ন এর জ্বালায় এতদিন রাস্তায় কান ঝালাপালা হতো মেদিনীপুরবাসীর।তাই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এবার এয়ার হর্ন খুলতে রাস্তায় নামল।মঙ্গলবার দুপুরে মেদিনীপুর ট্রাফিক গার্ড বেশকিছু বাসের এয়ার হর্ন খুলে নেয়।

Police at the streets to open air horn to stop noise pollution
খুলে নেওয়া এয়ার হর্ন। নিজস্ব চিত্র

এর পরেই অবশ্য পুলিশি জুলুমের অভিযোগ তুলে পথ অবরোধ করে বাস মালিক সংগঠনগুলি।বাস মালিকদের দাবি এয়ার হর্ন না ব্যবহারের জন্য কোনরকম নির্দেশিকা দেওয়া হয়নি জেলা প্রশাসনের তরফ থেকে।হঠাৎ এভাবে কোন নির্দেশিকা ছাড়া এয়ারহর্ন খুলে নেওয়া কতটা আইনসঙ্গত সে বিষয়ে প্রশ্ন তুলেছে বাস মালিক সংগঠন।এদিন মেদিনীপুর শহরে বাস স্ট্যান্ড-এ ঢোকার মুখে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করে বাস চালকরা।প্রতীকী অবরোধ হলেও ভবিষ্যতে যে আন্দোলনের পরিধি আরো বাড়বে তা স্পষ্ট করে দিয়েছেন বাস চালকরা।

আরও পড়ুনঃ খড়গপুরের আইআইটি সংলগ্ন ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন

অন্যদিকে জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান,নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাসের এয়ার হর্ন খুলে নিচ্ছে। এরপরেও যদি বাস মালিকরা সচেতন না হয় তাহলে আরো কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার।পুলিশ ও বাস মালিকদের এই সংঘাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here