উদ্ধার হওয়া চুরির খুচরো গুনতে নাজেহাল পুলিশ

0
181

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

police become frustrated to count stolen money
নিজস্ব চিত্র

খুচরো পয়সা গুনতে গুনতে জীবন হল নাজেহাল।এমনই এক পরিস্থিতির সম্মুখীন রায়গঞ্জ থানার পুলিস।
অবশেষে সব কয়েন গুছিয়ে পাওয়া গেল ৬৫৮৬ টাকা।

সম্প্রতি রায়গঞ্জের শীতগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভল্ট কেটে দুষ্কৃতীরা খুচরো পয়সা চুরি করে নিয়ে যায়। অবশেষে সেই চুরি হওয়া খুচরো উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিস।
তদন্তে নেমে ইতিমধ্যে পুলিস একজনকে পাকড়াও করছে। তার হেফাজত থেকে একবস্তা খুচরো পয়সা উদ্ধার হয়। এক, দুই এবং পাঁচ টাকার কয়েন ওই বস্তায় ছিল। এত পরিমান খুচরো ছিল যে গুনতে গিয়ে সোমবার রায়গঞ্জ থানার পুলিসকে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়। যদিও চুরি হওয়া টাকা এখনও সম্পূর্ণ উদ্ধার হয়নি।
উত্তর দিনাজপুরের পুলিস সুপার সুমিত কুমার বলেন যে পানিশালার একটি মাঠ থেকে খুচরো পয়সা উদ্ধার হয়েছে। ওই ঘটনায় যুক্ত অন্যান্যদের খোঁজ চলছে।

দুষ্কৃতীরা যে জায়গায় টাকা মজুদ রেখেছিল আগে থেকে খোঁজখবর নিয়ে অভিযানে যায় পুলিশ। তদন্তকারী অফিসারদের দাবি, ওই অপারেশনটি চালানোর জন্য দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল। অফিসারদের দাবি, ওই ঘটনায় জড়িতরা বিহার, ঝাড়খণ্ড থেকে এসেছিল। এক্ষেত্রে ধৃত ইয়াসমিন আলি স্থানীয় তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করেছিল বলেই পুলিসের তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন: বিদ্যালয়ে চুরি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here