নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
শব্দহীন দেওয়ালি উপহার দেওয়ার জন্য তৎপর ঝাড়গ্রাম জেলা পুলিশ।কালী পুজোর প্রাক্কালে মঙ্গলবার দুপুরে নিজের অফিসে সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর।এদিন পুলিশ সুপার বলেন,”ঝাড়গ্রাম ও লালগড় থেকে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু বেআইনি শব্দবাজি ও বোম উদ্ধার করা হয়েছে।” পরিসংখ্যান দিয়ে পুলিশ সুপার বলেন,”বড়, মাঝারি ও ছোট সাইজের চকলেট বোম এবং কিছু বড় বোম ও বড় তুবড়ি মিলিয়ে মোট ৪০০০ প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে।”
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানাতে সচেতনতা মূলক মাইকিং প্রচার করা হয়।এমনকি সোশ্যাল মিডিয়াতে এবিষয়ে জেলা পুলিশের পেজে প্রচার করা হচ্ছে।এদিন পুলিশ সুপার বলেন,”শব্দহীন দেওয়ালি আমরা যাতে ঝাড়গ্রামবাসীকে উপহার দিতে পারি তারজন্য বিশেষ নজর রাখা হয়েছে প্রতিটি থানা এলাকায়।মাইকিং প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এরজন্য আমরা সাউন্ড মিটার মেশিন ব্যবহার করবো,যাতে বোঝা যায় অধিক মাত্রায় কেউ বাজি ফাটাচ্ছে কি না।আপনাদের মাধ্যমে পুরো ঝাড়গ্রামবাসীর কাছে আবেদন রাখব সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা মান্য করতে।কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু পুলিশ নয়, আপামর ঝাড়গ্রামবাসীর দায়িত্ব বা ভূমিকা রয়েছে সুন্দর দেওয়ালি সবার জন্য উপভোগ করার।”
আরও পড়ুনঃ জেলা পুলিশ তৎপরতায় ছিনতাইকারীদের তিন পান্ডা গ্রেফতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584