বিনা প্রয়োজনে আইন অমান্য করে পথে বেরানোর অপরাধে আটক আট

0
52

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সকাল থেকে মেদিনীপুর শহরে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে কোতোয়ালি থানার পুলিশ।

police | newsfront.co
আরোহীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। নিজস্ব চিত্র

জানা যায় এদিন বিভিন্ন অজুহাতে মেদিনীপুর শহরের বাজার থেকে শুরু করে রাস্তায়, প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমান। তবে বুধবার অভিযান চালিয়ে সকাল থেকে বেলা এগারটার মধ্যে মোট আটজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। এর পাশাপাশি আটক করা হয়েছে বহু বাইকও।

Lockdown break | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন নাকা চেকিংয়ের সময় ধরা পড়া ব্যক্তিদের প্রায় প্রত্যেকের হাতে পুরনো প্রেসক্রিপশন নয়তো বাতিল হওয়া ওষুধ নিয়ে রাস্তায় বাসিন্দারা বেরিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।এমনকি মেদিনীপুর শহরের অলিতে-গলিতে থাকা চা দোকান খুলে আড্ডা দেওয়ার সময়তেও পুলিশের নজরদারিতে পড়ে বহু মানুষ।

Checking | newsfront.co
পুলিশের নাকা চেকিং । নিজস্ব চিত্র

পুলিশের নজরে পড়া মূহুর্তে সেখান থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমেও এলাকার বিশেষ কয়েকটি স্থান চিহ্নিত করে সেখানে থাকা চায়ের দোকানগুলিকে তড়িঘড়ি বন্ধ করে পুলিশ।

আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন নবদ্বীপে বে-আইনি বিল্ডিং নির্মাণের কাজ রুখলো পুলিশ

Market | newsfront.co
বাজার ছত্রভঙ্গ পুলিশের। নিজস্ব চিত্র
Drone Servielance | newsfront.co
ড্রোনে তোলা ছবি। নিজস্ব চিত্র

অন্যদিকে বেলা বারোটার পরও সবজি বাজার খুলে রাখায় মেদিনীপুর শহরের কলেজ মাঠে ছত্রভঙ্গ করতে নামতে হয় কোতোয়ালি থানার পুলিশকে। পাশাপাশি নির্ধারিত সময়ের থেকেও বেশিক্ষন বসার অপরাধে পুরো বাজার মুহূর্তে খালি করে দেয় পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here