পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানা এলাকার বিভিন্ন গ্রামের রাস্তায়, এবং রাস্তার মোড়ের বাসস্ট্যাণ্ডে চলছে পুলিশের টহল। এমনকি ৩৪ নম্বর জাতীয় সড়কেও চলছে নাকা চেকিং।
ইতিমধ্যেই করণদিঘি থানা পুলিশ করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচার করেছেন। তবে কিছু লোকজন এই সচেতনতাকে গ্রাহ্য না করে এলাকায় জমায়েত হচ্ছেন। তো কোথাও আবার চায়ের দোকানে বসে থাকছেন। যার ফলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ নিয়ম রীতি মেনে মেদিনীপুরে চলছে লকডাউন, দাবি প্রশাসনের
ইতিমধ্যেই ভারতবর্ষ জুড়ে চলছে লক ডাউন। আর এলাকায় এই জমায়েত এড়াতেই করণদিঘি পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে এলাকায় টহলদারি করে ইতিমধ্যেই আটক প্রায় ৮ জনকে। যদিও করণদিঘি পুলিশ প্রশাসন বলছেন, করোনা রুখতেই এই লক ডাউন দিনরাত একসাথে ডাক্তার,সেবিকা এমনকি কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার একাধিক পদক্ষেপেই চলছে এই সচেতনতা। তাই এই মহামারি থেকে বাঁচতে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। লকডাউনের নিয়ন না মানলে করা হবে আটক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584